IQNA

ভিডিও | হাজীদের ক্যামেরায় ২০১৯ সালের হজের কিছু আকর্ষণীয় দৃশ্য

15:16 - July 30, 2020
সংবাদ: 2611234
তেহরান (ইকনা): প্রতি বছর হজ অনুষ্ঠানে অনেক আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন দৃশ্য দেখা যায়। যদিও এই বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে খুব সীমিত সংখ্যক হাজিদের নিয়ে হজ অনুষ্ঠিত হচ্ছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা”র পক্ষ থেকে গতবছরের (২০১৯ সাল) হজে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। এই ভিডিওয় অনেক আকর্ষণীয় দৃশ্য এবং বাচ্চাদের বর্ণিল উপস্থিতি দেখা গিয়েছে।
শিশুকে মিষ্টি কণ্ঠে লাব্বাইক বলা, নামাজ, হাজিদের হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য, বৃষ্টিপাত এবং রঙ্গিন ছাতা সহ বেশ কিছু দৃষ্টিনন্দন দৃশ্য এই ভিডিওতে তুলে ধরা হয়েছে যা এখন মিষ্টি স্মৃতি হয়ে রয়েছে। iqna.

 

captcha